• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

খালেদার কারাদণ্ডে জামায়াতের প্রতিবাদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৪৬

রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম।

বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের পর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

বিবৃতিতে তিনি বলেন, কথিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে যে দণ্ড দেয়া হয়েছে তা সরকারি প্রতিহিংসা ও ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। সরকার রাজনৈতিক উদ্দেশ্যে আদালতকে ব্যবহার করার যে অপকৌশল গ্রহণ করেছে এ রায় তারই ধারাবাহিকতা মাত্র। এ রায় জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমরা খালেদা জিয়া ও জামায়াতের আমির মকবুল আহমাদসহ ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও আটককৃতদের নি:শর্ত মুক্তি দিতে এবং নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

এসএইচ/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পেছাল
‘খালেদা জিয়ার মুক্তির জন্য আমি আলোচনায় বসতে প্রস্তুত’
ঈদের শুভেচ্ছা জানাতে খালেদা জিয়ার বাসভবনে বিএনপি নেতারা
X
Fresh