• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পেট্রলবোমার গন্ধ পাওয়া যাচ্ছে: কাদের

অনলাইন ডেস্ক
  ৩১ জানুয়ারি ২০১৮, ১৫:২৬

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও পেট্রলবোমার গন্ধ পাওয়া যাচ্ছে। বিএনপির এই দেউলিয়াপনার শেষ কোথায় দেখার জন্য জাতি অপেক্ষা করছে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে মহানগর নাট্যমঞ্চে শ্রমিক-কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আলোচনায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন যতোই ঘনিয়ে আসে বিএনপির আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতা চালাচ্ছে। ৮ ফেব্রুয়ারি রায়কে কেন্দ্র করে আক্রমণ হলে সমুচিত জবাব দেয়া হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেখেন বিএনপি কি দল এটা, কি জঘন্য দল। দেখুন বিএনপির একটা সংবিধান আছে, গঠনতন্ত্র যাকে বলে, কি আছে না? আওয়ামী লীগেরও গঠনতন্ত্র আছে, সকল দলের গঠনতন্ত্র আছে। বিএনপির সংবিধানে সাত ধারা নামে একটি ধারা ছিল। কিন্তু এখন নেই। রাতের আধারে সাজার ভয়ে মামলার এক কলমের খোঁচায় নির্বাসনে চলে গেছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: পরীক্ষায় সহিংস রাজনৈতিক কর্মসূচি পরিহার করুন: শিক্ষামন্ত্রী
--------------------------------------------------------

তিনি আরও বলেন, গতকাল পুলিশের প্রিজন ভ্যানে বিএনপি নেতাকর্মীরা জঙ্গি স্টাইলে হামলা চালিয়েছিল।

আওয়ামী লীগের এ নেতা বলেন, আমরা কোনো উস্কানি দেব না। কিন্তু আক্রমণ হলে সমুচিত জবাব দেবো। আপনারা সবাই প্রস্তুত থাকুন এবং সতর্ক থাকুন। তারা রাস্তায় তাণ্ডব করলে, সন্ত্রাস কর্মকাণ্ড চালালে আমরা দেশের জনগণকে নিয়ে প্রতিহত করবো।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
দেশবিরোধী অপশক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে : কাদের
X
Fresh