• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

নার্গিসের শ্বাসনালীতে সফল অস্ত্রোপচার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ অক্টোবর ২০১৬, ১৫:০৮

ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের শ্বাসনালীতে অস্ত্রোপচার সফল হয়েছে। জানালেন স্কয়ার হাসপাতালের মেডিক্যাল পরিচালক ডা. মির্জা নাজিম উদ্দিন।

মঙ্গলবার দুপুরে আরটিভি অনলাইনকে এ তথ্য জানান তিনি।

মির্জা নাজিম উদ্দিন বলেন, নার্গিসের শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে সোমবার রাতে ছোট একটি সফল অস্ত্রোপচার করা হয়। তার লাইফ সাপোর্টের মাত্রাও কমিয়ে দেয়া হয়েছে।

তিনি বলেন, প্রথমে নার্গিসের মুখে টিউব ছিল। সেটি সরিয়ে এখন মুখের সামনে দেয়া হয়েছে। অবস্থা পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত এভাবেই রাখা হবে।

তিনি আরো বললেন, এগুলো স্বাভাবিক চিকিৎসার প্রক্রিয়া। ধীরে ধীরে উন্নতি হচ্ছে নার্গিসের অবস্থার। সবাই দোয়া করবেন।

পরীক্ষা দিয়ে গেলো ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ থেকে ফেরার পথে ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত হন নার্গিস। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। সেখানেই তার মাথায় দ্বিতীয় অস্ত্রোপচার হয়।

এইচটি/ এস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোবেলজয়ী নার্গিস মোহাম্মদির আবারও কারাদণ্ড
প্রাক্তন ও বর্তমান প্রেমিককে নিয়ে অভিনেত্রীর পার্টি
X
Fresh