• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আজ মহানবমী, সন্ধ্যায় আরতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ অক্টোবর ২০১৬, ১২:০৬

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী।

রামকৃষ্ণ মঠ ও মিশনে পূজা শুরু হয় সকাল ৭টা ১৫ মিনিটে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সন্ধ্যায় হবে আরতি প্রতিযোগিতা, মণ্ডপে মণ্ডপে এটিই হয়ে উঠবে প্রধান আকর্ষণ।রাতকে উজ্জ্বল করে ভক্তরা মেতে উঠবেন নানা ঢঙে আরতি নিবেদনে। একই সঙ্গে দিনভর চলবে চণ্ডীপাঠ। থাকবে ভক্তদের কীর্তনবন্দনা।

দশভুজা দেবীর বন্দনার পাশাপাশি রোববার মহা অষ্টমীতে মা রূপে পূজিত হন কুমারী।

রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপে এবারও কুমারীপূজার বর্ণাঢ্য আয়োজন ছিল।

অষ্টমী পূজা ছাড়াও রাতে অনুষ্ঠিত হয় সন্ধিপূজা। অষ্টমীর শেষ নবমীর শুরুর সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় সন্ধিপূজা। যেসব মণ্ডপে কুমারীপূজা হয় সেখানে একই দিনে অনুষ্ঠিত হয়েছে তিনটি পূজা।

আরকে/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh