• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘বিচারবহির্ভূত হত্যা সংবিধান পরিপন্থি’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ অক্টোবর ২০১৬, ১৭:০১

সম্প্রতি জঙ্গিবাদের যে নাটক সাজানো হচ্ছে, তা মানবতাবিরোধী অপরাধ। বিচারবহির্ভূত এ হত্যা সংবিধান পরিপন্থী। এই অপরাধের জন্য সরকারকে আন্তর্জাতিক আদালতের সম্মুখীন হতে হবে। বললেন, বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে রিজভীর মুক্তি দাবিতে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মাহবুব বলেন, জঙ্গির পেছনের রহস্য উৎঘাটন না করে অকাতরে হত্যা-গুম করা হচ্ছে। এটা মানবতাবিরোধী অপরাধ।

তিনি বলেন, তারা কী এতই শক্তিশালী যে তাদেরকে জীবিত গ্রেপ্তার করতে পারলেন না। সরকার একটা নাটক সৃষ্টি করছে। এই নাটক সৃষ্টি করে মানুষকে ধোঁকা দিচ্ছে।

এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, খালেদা জিয়া, তারেক রহমানসহ বিরোধীদলের নেতানেত্রীদের যদি সাজা দেয়ার ব্যবস্থা করে থাকেন, তার পরিণতি শুভ হবে না। এটা হলে দেশে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh