• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শারদীয় দুর্গাপূজা শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ অক্টোবর ২০১৬, ১৮:০৭

শুরু হল বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর সারাদেশে ২৯ হাজার ৩৯৫টি মণ্ডপে পূজা হচ্ছে। খোদ রাজধানী ঢাকাতেই রয়েছে ২২৯টি মণ্ডপ । এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

সকালে সারাদেশের মণ্ডপগুলোতে বোধন অর্থাৎ দেবীর ঘুম ভাঙানোর বন্দনা পূজা অনুষ্ঠিত হয়। ষষ্ঠী তিথিতে বিহিতপূজার পর দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু মূল দুর্গোৎসবের।

দেবীপক্ষের সূচনা হয় আশ্বিন শুক্লপক্ষের অমাবস্যার দিন। সেদিন মহালয়া। আর দেবীপক্ষের সমাপ্তি পঞ্চদশ দিনে কোজাগরী পূর্ণিমায়, লক্ষীপূজার মধ্য দিয়ে। এর মাঝে ষষ্ঠ দিন, অর্থাৎ ষষ্ঠীতে বোধন। আর দশম দিন, অর্থাৎ দশমীতে বিসর্জন। দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা এই পাঁচদিনই ।

আলাদা বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। এবার পূজার সরকারি ছুটি ১১ অক্টোবর।

আরএইচ/এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh