• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

লেবানন থেকে বুধবার দেশে ফিরছেন আরও ৬৫ প্রবাসী

আরটিভি নিউজ

  ২১ অক্টোবর ২০২৪, ০০:৩১
ছবি : সংগৃহীত

লেবানন থেকে দেশে ফিরবেন আরও ৬৫ জন প্রবাসী। দ্বিতীয় দফায় আগামী বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় তারা দেশে ফেতর আসবেন। প্রথম দফায় আগামীকাল সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ৫৪ জন দেশে এসে পৌঁছাবেন।

রোববার (২০ অক্টোবর) লেবাননস্থ বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিন রাত ১১টার দিকে বিমানে করে প্রথম দফার ৫৪ জনের জেদ্দার উদ্দেশে রওনা দেওয়ার কথা আছে।

দূতাবাস জানায়, লেবানন থেকে দ্বিতীয় দফায় আগামী মঙ্গলবার (২২ অক্টোবর) ৬৫ জন বাংলাদেশি বৈরুত থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে। তাদের মধ্যে দুইজন শিশুও আছে। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় তারা দেশে ফিরবেন।

এর আগে, রোববার সকালে বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ৫৪ জন প্রবাসী বাংলাদেশি রোববার রাত ১১টার দিকে বিমানে করে জেদ্দার উদ্দেশে রওনা দেবেন। সোমবার সন্ধ্যায় তারা দেশে পৌঁছাবেন।

লেবানন চলমান যুদ্ধ প‌রি‌স্থি‌তিতে দেশে ফিরতে নিবন্ধন করেছেন ১ হাজার ৮০০ বাংলাদেশি। তাদের প্রত্যেককে পর্যায়ক্রমে দেশে প্রত্যাবর্তন করা হবে।

আরটিভি/একে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি
ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে উধাও বড় ভাই  
ট্রানজিট পয়েন্ট পরিদর্শন নেপাল দূতাবাস কর্মকর্তার
পাসপোর্ট নিয়ে প্রবাসীদের জন্য সুখবর