স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রীর স্থাবর সম্পদ জব্দের নির্দেশ
স্ত্রী রুকমীলা জামানসহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে থাকা স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের উপপরিচালক রাম প্রসাদ মন্ডল বুধবার (১৬ অক্টোবর) সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর মালিকানাধীন স্থাবর সম্পত্তি ক্রোকের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
এর আগে, গত ১২ আগস্ট সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
এরপর গত ৭ অক্টোবর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই দম্পতির দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
আবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যে হাজার হাজার কোটি টাকা পাচারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা দেশ ত্যাগ করতে পারেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।
আরটিভি/আরএ/এসএ
মন্তব্য করুন