logo
  • ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯, ৬ আশ্বিন ১৪২৬

জয়কে গণসংবর্ধনা দেয়া হবে : পলক

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০২ অক্টোবর ২০১৬, ২২:৩১
আইসিটি খাতে উন্নয়নের জন্য আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত সজীব ওয়াজেদ জয়কে গণসংবর্ধনা দেয়া হবে। জানালেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

রোববার সংসদে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার সময় এ কথা বলেন তিনি।

রোববার ছিল দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন।

তিনি বলেন, ২০১৯ সালের মধ্যে ২০ লাখ তরুণ তরুনীর আইসিটি সেক্টরে কর্মসংস্থান হবে। বিভাগীয় শহরগুলোতে মোট ১২টি আইটি পার্ক তৈরি করা হবে।

‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্প্রতি যুক্তরাষ্ট্রে ‘ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ফর আইসিটি’ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

এম/ এসজেড

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়