• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

প্রশ্নফাঁস: নিজ টাকায় মসজিদ-মাদরাসা চালান পিএসসির উপপরিচালক জাফর

আরটিভি নিউজ

  ১০ জুলাই ২০২৪, ১৮:৫৩
সংগৃহীত ছবি

পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনা বর্তমানে ‘টক অব দ্যা কান্ট্রি’তে পরিণত হয়েছে। এ অভিযোগে গ্রেপ্তার ও পিএসসি থেকে সাময়িক বরখাস্ত সংস্থাটির উপপরিচালক আবু জাফরের গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামে। সেখানে ৬০ শতাংশ জমির ওপর একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করছেন তিনি। বাড়ির পাশেই একটি মাদরাসা ও মসজিদ নির্মাণ করেছেন তিনি। নিজের টাকায় চালান প্রতিষ্ঠান দুটির যাবতীয় খরচ।

বুধবার (১০ জুলাই) সরেজমিনে গলাচিপা উপজেলায় জাফরের গ্রামের বাড়িতে গিয়ে পাওয়া গেছে বেশ কিছু তথ্য।

এলাকাসূত্রে জানা গেছে, আবু জাফর কলাগাছিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষক মৃত তোফাজ্জেল মিয়ার ছোট ছেলে। বর্তমানে আবু জাফরের পৈতৃক ভিটাবাড়ি কিছুই নেই। কয়েক বছর আগে তাদের পৈতৃক ভিটাবাড়ি নদীতে বিলীন হয়ে যায়। পরে তিনি মিয়া বাড়ির কাছেই ৬০ শতাংশ জমি কিনে বাড়ি নির্মাণের উদ্যোগ নেন। ওই জমির ওপর একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। বাড়ির সামনেই কোটি টাকার মসজিদ এবং একটি হাফেজি মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং নির্মাণ করেছেন জাফর। বর্তমানে প্রতিষ্ঠান দুটির সব খরচ বহন করেন তিনি।

কলাগাছিয়া মিয়া বাড়ি হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষক হাফেজ মাওলানা ইমরান হোসেন বলেন, ‘এই মসজিদ ও মাদরাসা জাফর মিয়া ও তার ভাই আউয়াল মিয়ার। এখানে যাবতীয় খরচ তারা দুই ভাই বহন করেন। আমরা তো জানতাম তিনি সচিবালয়ে অনেক বড় চাকরি করেন।’

স্থানীয় বাসিন্দা জুহরুল ইসলাম বলেন, ‘আমরা জানতাম জাফর মিয়া সচিবালয় চাকরি করেন। গ্রামে তেমন না আসলেও একটা বড় বাড়ি বানাচ্ছেন তিনি। তার একটা মসজিদ ও মাদরাসা আছে, খরচ নিজেই দেন।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, ‘কয়েক বছর আগে আবু জাফরের পৈত্রিক ভিটাবাড়ি লোহালিয়া নদীতে তাদের বাড়ি বিলীন হয়ে যায়। পরে বাড়ির জমির কাছেই ৬০ শতাংশ জমি কিনে পাকা বাড়ি নির্মাণের উদ্যোগ নেন জাফর। আবু জাফর বছরে দুয়েকবার গ্রামে এলেও থাকতেন পাশের কল্যাণকলস গ্রামে শ্বশুরবাড়িতে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল
জানুয়ারিতে বাংলা চলচ্চিত্র যাদের হারিয়েছে
পিএসসির তিন সদস্য নিয়োগ নিয়ে প্রতিবাদ জামায়াতে ইসলামীর
পিএসসির নতুন সদস্যদের শপথ স্থগিত