• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

সাংবাদিক সৈয়দ আশফাকুল হকের জামিন

আরটিভি নিউজ

  ১১ জুন ২০২৪, ২৩:৪১
সাংবাদিক সৈয়দ আশফাকুল হক
ছবি: সংগৃহীত

গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় সাংবাদিক সৈয়দ আশফাকুল হক জামিন পেয়েছেন।

মঙ্গলবার (১১ জুন) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।

আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইয়াসমিন বিথী।

আইনজীবী খুরশীদ আলম খান বলেন, রুলের শুনানি শেষে হাইকোর্ট সৈয়দ আশফাকুল হককে জামিন দিয়েছেন। ফলে তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই। একই মামলায় আশফাকুল হকের স্ত্রী গত ২২ এপ্রিল অন্তর্বর্তীকালীন জামিন পান। রুল অ্যাবসলিউট হওয়ায় তার জামিন চূড়ান্ত হলো।

গত ৬ ফেব্রুয়ারি মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবন থেকে পড়ে গৃহকর্মী প্রীতি (১৫) মারা যায়। এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং বাসা থেকে গৃহকর্তা সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে আটক করে মোহাম্মদপুর থানায় নিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে মামলা করেন প্রীতির বাবা। এরপর দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, সৈয়দ আশফাকুল হক ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক ছিলেন। ২ এপ্রিল তাকে অব্যাহতির নোটিশ দেওয়া হয়।

মন্তব্য করুন

  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পেয়েছেন মিল্টন সমাদ্দার
আবেদ আলীসহ ৪ আসামির জামিন নামঞ্জুর
সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামি বাবু জামিনে মুক্ত
ড. ইউনূসের জামিনের মেয়াদ বাড়ল