• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

সহকর্মীর গুলিতে ঝাঁঝরা

কাঁদছে নিহত কনস্টেবলের দুই বছরের শিশু

আরটিভি নিউজ

  ১০ জুন ২০২৪, ২২:১৪

রাজধানীর বারিধারার ফিলিস্তিন দূতাবাসের সামনে সহকর্মীর গুলিতে নিহত পুলিশ কনস্টেবল মনিরুল হকের গ্রামের বাড়িতে চলছে মাতম। বারবার মূর্ছা যাচ্ছেন মা। পাগলপ্রায় তার স্ত্রী। বাবা বাবা বলে কাঁদছে তার দুই বছরের শিশুপুত্র। বাড়িতে স্বজনদের কান্নার রোল।

সোমবার (১০ জুন) সকাল ১০টার দিকে গ্রামের ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মনিরুলের দাফন সম্পন্ন হয়। জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে মনিরুলের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সকালে নেত্রকোণার আটপাড়ার বিষ্ণুপুরে গিয়ে দেখা যায়, মনিরুলের স্ত্রী তানিয়া আক্তার তন্বী (২৭) দুই বছরের শিশুপুত্র তাকিকে জড়িয়ে ধরে বিলাপ করছেন। শিশুও বারবার বাবা বাবা বলে কাঁদছে। সে কিছুই বুঝে উঠতে পারছে তার বাবা কেন মারা গেল, কে তাকে হত্যা করল।

মনিরুলের মা দেলোয়ারা হক ছেলের শোকে কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছেন। শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে বাড়িতে এসে ভিড় করেছেন প্রতিবেশী ও স্বজনরা। বাড়িতে একটা হাহাকার পরিস্থিতি বিরাজ করছে।

বিষ্ণুপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত শামসুল হকের ছেলে মনিরুল। তারা তিন ভাই ও তিন বোন। সবার ছোট মনিরুল।

মনিরুলের স্ত্রী তন্বী কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার স্বামীকে যে এভাবে হত্যা করেছে, আমি তার সর্বোচ্চ বিচার দাবি করছি। তার বিচার হলে আমার আত্মা শান্তি পাবে।

এর আগে রোববার (৯ জুন) সন্ধ্যায় রাজধানীর বারিধারার ফিলিস্তিন দূতাবাসের সামনে সহকর্মীর গুলিতে নিহত হন পুলিশ কনস্টেবল মনিরুল হক।

মনিরুলের বড় ভাই মাহবুব আলম টিটুও পুলিশের একজন সদস্য। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত।

আমিনুল হক মিঠু বলেন, ২০১৪ সালে নেত্রকোণার আঞ্জুমান সরকারি উচ্চ থেকে এসএসসি পাস করেন মনিরুল। পরে ময়মনসিংহের একটি বেসরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হয়ে চতুর্থ সেমিস্টার পর্যন্ত পড়াশোনা করেন। ২০১৬ সালের শেষের দিকে পুলিশের চাকরিতে যোগ দেন মনিরুল।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানী থেকে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
হকার মাইকিংয়ে অতিষ্ঠ রাজধানীবাসী, মুক্তি মিলবে কি
রাজধানীতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মোটরযান চলাচল নিয়ে কঠোর নির্দেশনা, না মানলেই শাস্তি