• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

২৬৯ মামলার আদেশ ৪ ঘণ্টায় দিয়ে নজির গড়লেন চেম্বার জজ

আরটিভি নিউজ

  ০৫ জুন ২০২৪, ২৩:২৬
আদালত
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এক দিনে ২৬৯ মামলার শুনানি হয়েছে। এমন নজির দেশে প্রথম।

বুধবার (৫ জুন) মাত্র চার ঘণ্টায় ২৬৯টি মামলায় আদেশ দেওয়ায় এই নজির সৃষ্টি হয়।

আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম এদিন সকালে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিচার পরিচালনা করেন। পরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চেম্বার জজ আদালতে ২৬৯টি মামলায় আদেশ দেন।

এর আগে এক দিনে চেম্বার আদালতে এত মামলা নিষ্পত্তির নজীর নেই বলে জানান সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

অন্যদিকে একদিনে এত মামলা নিষ্পত্তির প্রেক্ষাপটে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মুহাম্মদ (এ এম) আমিন উদ্দিন বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালতকে অভিবাদন জানান।

উচ্ছ্বাসিত হন আদালত প্রাঙ্গণের সকলে।

মন্তব্য করুন

  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সহিংসতায় ঢাকায় ২০৯ মামলা, গ্রেপ্তার ২৩৫৭
নরসিংদীতে হামলার ঘটনায় ১১ মামলা
চাঁদপুরে ৭ মামলায় গ্রেপ্তার ৪৮
১৮৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একই পরিবারের ৭ জনের নামে মামলা