• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

ওমান যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সুখবর

আরটিভি নিউজ

  ৩০ মে ২০২৪, ১৬:২৫
ফাইল ছবি

২০২৩ সালের শেষের দিকে ওমান বাংলাদেশিদের জন্য সকল ধরনের ভিসা বন্ধ করে দিয়েছিল। তবে বাংলাদেশিদের জন্য এবার স্থায়ীভাবে ভিসা খুল দিতে যাচ্ছে দেশটির সরকার।

বৃহস্পতিবার (৩০ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ওমানের সংবাদমাধ্যম ওমানটাইমস।

জানা গেছে, ওমান সরকার ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করবে। ক্যাটাগরিগুলো হচ্ছে- ফ্যামিলি ভিসা, জিসিসি দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট ভিসা, ডাক্তারের ভিসা, ইঞ্জিনিয়ারদের ভিসা, নার্সদের ভিসা, শিক্ষকদের ভিসা, হিসাবরক্ষকের ভিসা, বিনিয়োগকারী ভিসা এবং সব ধরনের অফিসিয়াল ভিসা। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হককে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি এ খবর জানিয়েছে।

এর আগে ২০২৩ সালের ৩১ অক্টোবর জারি করা একটি সার্কুলার জারি করে বাংলাদেশি নাগরিকদের জন্য সমস্ত বিভাগে ভিসা প্রদান স্থগিত করে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। এ সময় মাস্কাটে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতি জারি করে জানিয়েছিল এটি ‘অস্থায়ী’ ব্যবস্থা।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকের অনন্য মাইলফলক
লিবিয়া থেকে ফিরলেন ১৫৭ বাংলাদেশি
নারী বিশ্বকাপের সেরা একাদশে এক বাংলাদেশি
আরব আমিরাতে ভিসা সমস্যা দ্রুত সুরাহার আশ্বাস রাষ্ট্রদূতের