• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

ধানমন্ডিতে বৈদ্যুতিক শর্টসার্কিটে নারীসহ দগ্ধ ৬

অনলাইন ডেস্ক
  ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৩

ধানমণ্ডিতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নারীসহ ৬ জন দগ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় ধানমন্ডি ৪ নম্বর রোডের ৩৪/এ নম্বর বাড়ির নিচ তলায় এ ঘটনা ঘটে।

ভবনের ভাড়াটিয়া ডালিম জানান, বাড়ির মালিক মৃত। তার স্ত্রী সেলিনা হক বাড়িটি দেখাশুনা করেন। সকালে পানির ট্যাংক পরিষ্কারের জন্য বৈদ্যুতিক তার দিয়ে বাল্ব টেনে ট্যাংকের ভেতরে নেয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে ৬ জন দগ্ধ হন।

দগ্ধ আব্দুর রাজ্জাকের শরীরের ৩৮ শতাংশ, আরেক রাজ্জাকের ২৭ শতাংশ, সাদ্দাম হোসেনের ৩০ শতাংশ, মাসুম আলীর ৪৯ শতাংশ, শিরীন আক্তারের ২০ শতাংশ ও সিকিউরিটি গার্ড আবেদ আলীর শরীরের ৩৮ শতাংশ পুড়ে গেছে। জানালেন বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর। দগ্ধ সবারই শ্বাসনালী কিছুটা পুড়ে গেছে।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh