• ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক করে বিমান মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তি 

আরটিভি নিউজ

  ১৬ মে ২০২৪, ১৬:৩৮
ফাইল ছবি

আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৬ মে) মন্ত্রণালয়ের উপসচিব মো. রাহেনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টিতে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন মোবাইল নাম্বার থেকে ফোন করে প্রতারক চক্র এ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী হিসেবে পরিচয় দিচ্ছেন। এর মাধ্যমে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন মর্মে জানা গেছে। এ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কর্মকর্তাদের নাম, পদবি, ফোন নম্বর ও ই-মেইল অ্যাড্রেস দেওয়া আছে। সেসব নির্দিষ্ট নম্বর ছাড়া অন্য কোনো নম্বর থেকে ফোন করে এ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী পরিচয় দিলে, ধরে নিতে হবে সেটি প্রতারণার জন্য করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে এ ধরনের প্রতারক চক্রের ফাঁদে পড়ে আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করা হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্কিন আদালতে গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ ও প্রতারণার অভিযোগ 
কৌশলে রোগীদের সঙ্গে প্রতারণা, ঢামেক থেকে ভুয়া চিকিৎসক আটক
প্রতারণা নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের সতর্কতা
সেনাবাহিনীর নাম ব্যবহার করে প্রতারণা, আইএসপিআরের বিজ্ঞপ্তি