• ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
logo

দার্জিলিং বেড়াতে গিয়ে বাংলাদেশি পর্যটকের মৃত্যু

আরটিভি নিউজ

  ১৬ মে ২০২৪, ১২:৪১
দার্জিলিং বেড়াতে গিয়ে বাংলাদেশি পর্যটকের মৃত্যু
ফাইল ছবি

ভারতের দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে বাংলাদেশি এক পর্যটকের মৃত্যু হয়েছে। ৬৫ বছর বয়সী ওই পর্যটকের নাম এস কে আজিজুল হক বলে জানা গেছে।

হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সেখানকার কার্শিয়াং হাসপাতালের চিকিৎসকরা। আজিজুল বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা। ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা ছিলেন তিনি।

দার্জিলিং জেলা পুলিশ সূত্রে জানা যায়, আজিজুল হক একাই দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন। বুধবার সকালে মিতালী এক্সপ্রেসে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি রেলস্টেশনে যান তিনি। সেখান থেকে তিনি এক বাংলাদেশি সহযাত্রীর সঙ্গে শেয়ারে দার্জিলিং যাচ্ছিলেন। কার্শিয়াংয়ের রোহিনীর কাছে গাড়ির মধ্যেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন বাংলাদেশ ব্যাংকের সাবেক এ কর্মকর্তা। দ্রুত তাকে নেওয়া হয় কার্শিয়াং হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে।

আজিজুল হকের সহযাত্রী মো. ফজলুর রহমান জানান, সহযাত্রী হিসেবে ট্রেনেই তাদের পরিচয় হয়। নিউ জলপাইগুড়ি স্টেশনে নামার পর থেকেই অসুস্থ বোধ করছিলেন আজিজুল হক। মাঝে পরিবারকে ফোন করেও অসুস্থতার কথা জানিয়েছিলেন। এরপর তিনি ওই অবস্থাতেই শেয়ার গাড়িতে দার্জিলিংয়ের উদ্দেশে রওনা দেন। রাস্তায় খাওয়া-দাওয়াও করেন। এর কিছুক্ষণ পরেই চলন্ত গাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে নিলে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এদিকে বাংলাদেশি পর্যটক মৃত্যুর এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে কার্শিয়াং থানায়। ইতোমধ্যে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে সেখানকার পুলিশ। পরিবারের সদস্যরা পৌঁছালে মরদেহের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ এরপর নিয়মমাফিক দেহ পরিবারের হাতে তুলে দেবে পুলিশ৷

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (০১ নভেম্বর)
চাঁদপুরে পুকুরে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু
বাগেরহাটে প্রজনন খামারে ১৮ মহিষের মৃত্যু
চলতি মাসেই ডেঙ্গুতে ১৩৪ জনের মৃত্যু