আদালতের নির্দেশ না মানায় পিএসসি চেয়ারম্যানকে নোটিশ
হাইকোর্টের নির্দেশ না মানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসেন ও সদস্য সচিবদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
নন-ক্যাডারে উত্তীর্ণদের পক্ষে সোমবার (১ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মারুফ হোসেন এই নোটিশ পাঠান।
তিনি বলেন, গত পাঁচ ফেব্রুয়ারি ৪৩তম বিসিএসে নন-ক্যাডারে উত্তীর্ণদের তালিকা ৩০ দিনের মধ্যে প্রকাশের নির্দেশ দেন হাইকোর্ট। কিন্তু পিএসসি বিষয়টি পাত্তাই দেয়নি। এজন্য অবমাননার অভিযোগে তাদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশ পাওয়ার আগামী পাঁচ দিনের মধ্যে নন-ক্যাডার উত্তীর্ণদের তালিকা প্রকাশ না করলে আদালত অবমাননার অভিযোগ এনে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মামলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন এই আইনজীবী।
এর আগে, ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ও ক্যাডার পদে সুপারিশ পাননি এমন ৫০০ জন চাকরিপ্রার্থী ২৯ জানুয়ারি একটি রিট করেন। রিটে পিএসসি চেয়ারম্যান ও জনপ্রশাসন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
এরপর গত ৫ ফেব্রুয়ারি নন-ক্যাডারে উত্তীর্ণদের তালিকা ৩০ দিনের মধ্যে প্রকাশের নির্দেশ দেন হাইকোর্ট।
মন্তব্য করুন