• ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

ঈদের ছুটি

পুলিশ সদস্যদের মোটরসাইকেল চলাচলে নতুন নির্দেশনা

আরটিভি নিউজ

  ৩১ মার্চ ২০২৪, ২৩:১৯
ফাইল ছবি

ঈদের ছুটিতে ঢাকায় কর্মরত পুলিশ সদস্যদের মোটরসাইকেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৩১ মার্চ) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মিয়া মাসুদ করিমের সই করা এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।

এতে বলা হয়, ঢাকায় কর্মরত পুলিশ সদস্যরা ঈদের ছুটিতে ব্যক্তিগত মোটরসাইকেল এবং সরকারি মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার কারণে দুর্ঘটনার শিকার হন বা আশঙ্কা থাকে। তাই ছুটির সময়ে পুলিশ সদস্যদের মোটরসাইকেল জমা রাখতে হবে এবং ছুটি শেষে কাজে যোগদানের পর পুনরায় মোটরসাইকেল ইস্যু করে দিতে হবে। ছুটিতে যাওয়ার আগে নিজ নামে ইস্যুকৃত সরকারি মোটরসাইকেল সংশ্লিষ্ট ইউনিটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করার পরই ছুটির ছাড়পত্র প্রদান করা হবে।

চিঠিতে আরও বলা হয়, যদি কোনো কর্মকর্তা মোটরসাইকেল জমা না দিয়েই ছুটি নিয়ে চলে যান। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া সব নিয়ম মেনে কেউ মোটরসাইকেল পেলেও মহাসড়কের ব্যবহারের জন্য তার অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বৈধ লাইসেন্স ব্যতীত কোনো পুলিশ সদস্য মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন না।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপরাধী পুলিশ সদস্যদের শাস্তি চায় ৭১.৫ শতাংশ মানুষ
শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
লোহাগড়ায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্যবসায়ী গুলিবিদ্ধ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ