• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

বাস ভাড়া কমবে কি না, জানা যাবে সোমবার

আরটিভি নিউজ

  ৩১ মার্চ ২০২৪, ২১:২৭
বাস
ফাইল ছবি

ডিজেল ও কেরোসিনের দাম কমায় বাস ভাড়া পুনর্নির্ধারণে বৈঠকে বসবে সরকারি কমিটি।

সোমবার (৩১ মার্চ) দুপুর ১২টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, সরকার যেহেতু জ্বালানি তেলের দাম কমিয়েছে। তাই বাস ভাড়া কমানোর বিষয়টি এসেছে। এ কারণেই আমরা বৈঠক ডেকেছি।

এর আগে, রোববার দুপুরে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে ডিজেল ও কেরোসিনের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হবে ১০৬ টাকায়। ১ এপ্রিল থেকে এই মূল্য কার্যকর হবে। তবে অকটেন ও পেট্রোলের দাম আগের দামেই যথাক্রমে ১২৬ টাকা ও ১২২ টাকায় বিক্রি হবে।

ডিজেল ও কেরোসিনের দাম কমানোয় বাস ও পণ্য পরিবহনের ভাড়া কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, ইতোমধ্যে দুই দফা জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। অথচ বাস ও পণ্যবাহী পরিবহনের ভাড়া কমানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই অবিলম্বে জ্বালানি তেলের মূল্য কমানোর হিস্যা অনুযায়ী বাস, লঞ্চ ও পণ্য পরিবহনের ভাড়া কমানোর দাবি জানানো হয়।

মন্তব্য করুন

  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা 
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৪৮
ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস
এখনও বিশ্বাস করতে পারছি না শাফিন ভাই নেই: হাসান