• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

৩ ঘণ্টায় বিক্রি হলো ট্রেনের ১৫ হাজার টিকিট

আরটিভি নিউজ

  ২৮ মার্চ ২০২৪, ১৩:১৭
টিকিট
ছবি : সংগৃহীত

ঈদ উপলক্ষে ট্রেনের আগামী ৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রির তিন ঘণ্টায় পশ্চিমাঞ্চলের ১৭ হাজার টিকিটের মধ্যে ১৫ হাজার টিকিট বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ৮টায় পঞ্চম দিনের এ টিকিট বিক্রি শুরু হয়। দ্বিতীয় শিফটে দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের টিকিটগুলো ওপেন হয়। বেলা ১১টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। আজ অনলাইনে টিকিট কিনতে ৮২ লাখ বার চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে ১৬ হাজার আসন সংখ্যা রয়েছে। দুপুর ২টায় পূর্বাঞ্চলের টিকিটগুলো অনলাইনে ছাড়া হবে।

মাসুদ সারওয়ার বলেন, এবার মোবাইলে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে টিকিট দেওয়া হচ্ছে। ঈদ যাত্রাকে ঝামেলাহীন, নিরাপদ রাখার জন্য সকল ব্যবস্থা রাখা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ৮ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৯ মার্চ, ৯ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রুয়েটে ঈদে মিলাদুন্নবি (সা.) পালিত
জাবিতে দিনব্যাপী কর্মসূচিতে ঈদে মিলাদুন্নবি পালিত
পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) আজ
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য