• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

রেলে ঈদযাত্রা

তিন ঘণ্টায় শেষ পশ্চিমাঞ্চলের তৃতীয় দিনের টিকিট

আরটিভি নিউজ

  ২৬ মার্চ ২০২৪, ১৩:০১
তিন ঘণ্টায় শেষ পশ্চিমাঞ্চলের তৃতীয় দিনের টিকিট
ফাইল ছবি

ঈদযাত্রা উপলক্ষে আজ তৃতীয় দিনের (৫ এপ্রিল) অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। সকাল ৮ টায় শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি। ইতোমধ্যে দিনের প্রথম তিন ঘণ্টাতেই শেষ হয়ে গেছে বরাদ্দকৃত সব টিকিট।

মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন ঢাকা থেকে পশ্চিমাঞ্চলগামী যাত্রীদের জন্য বরাদ্দ ছিল প্রায় ১৬ হাজার টিকিট।

মাসুদ সারওয়ার জানান, মঙ্গলবার সকালে নির্ধারিত সময়ে আগামী ৫ এপ্রিলের পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছিল। বেলা ১১টায় সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। পশ্চিমাঞ্চলের টিকিটপ্রত্যাশীরা এদিন ওয়েবসাইটে ৯৫ লাখ ১০ হাজারের মতো হিট করেন।

এদিকে দুপুর ২টায় শুরু হতে যাচ্ছে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি। ঈদযাত্রা উপলক্ষে আগামী ৫ এপ্রিলের জন্য পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলে ঢাকা থেকে বহির্গামী আন্তঃনগর ট্রেনের ৩৩ হাজার ৫০০টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে ট্রেনের হাইড্রোলিক ব্রেকে আগুন, আহত ১০
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ঈদযাত্রায় বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়
X
Fresh