• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বাজার তদারকিকালে ১১৩ প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা

আরটিভি নিউজ

  ২০ মার্চ ২০২৪, ০১:১২
ভোক্তা অধিকার, সংরক্ষণ অধিদপ্তর
ফাইল ছবি

সারাদেশে বাজার তদারকি কার্যক্রম পরিচালনার সময় নানা অনিয়ম পাওয়ায় ৯ লাখ ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় সরকারি সংস্থাটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রম চলমান রয়েছে।

সোমবার (১৮ মার্চ) ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৫টি টিম বাজার তদারকি করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৫০টি জেলায় একযোগে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

প্রতিষ্ঠানটি আরও জানায়, মঙ্গলবার সারাদেশে ৫৪টি টিম বাজার তদারকির মাধ্যমে ১১৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৯ লাখ ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করে।

ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা পরিষদেও হচ্ছে ডামি নির্বাচন : রিজভী
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
পার্টিতে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে : রওশন এরশাদ
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
X
Fresh