• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

হজযাত্রীদের টিকিট ভোগান্তি নিয়ে বিমানমন্ত্রীর হুঁশিয়ারি

আরটিভি নিউজ

  ১৯ মার্চ ২০২৪, ২৩:৩৬
ফাইল ছবি

ফ্লাইটের টিকিট নিয়ে হজযাত্রীদের ভোগান্তিতে ফেলা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান।

মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর রমনার পুলিশ কনভেনশন হলে আটাবের মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে তিনি এই হুঁশিয়ারি দেন।

বিদেশগামী যাত্রীদের টিকিটিং খাতে অসাধু পন্থা প্রতিরোধে আইন মেনে ব্যবসার জন্য আটাব সদস্যদের প্রতি আহ্বানও জানান ফারুক খান। এ ছাড়া টিকিটিং খাতে আইনের ব্যত্যয় ঘটিয়ে যেসব অসাধু ব্যবসায়ী গ্রাহকদের ভোগান্তির সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন তিনি। অন্যথায় জনগণ ভোগান্তিতে পড়লে সরকার ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করেন মন্ত্রী।

আটাব নেতাদের তুলে ধরা বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাসও দেন বিমান মন্ত্রী।

অনুষ্ঠানে আটাবের সভাপতি আব্দুস সালাম আরিফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিম।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে হোয়াটসঅ্যাপ বন্ধের হুঁশিয়ারি মেটার
টিকা নিতে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট লাগবে হজযাত্রীদের 
বেসরকারি হজযাত্রী প্রতিস্থাপন নিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
আসছে ‘অ্যানিমেল টু’, আগাম যে হুঁশিয়ারি দিলেন সন্দীপ রেড্ডি
X
Fresh