• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo

পাঁচ মামলায় বিএনপি নেতা দুদুর জামিন

আরটিভি নিউজ

  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫১
পাঁচ মামলায় বিএনপি নেতা দুদুর জামিন
ফাইল ছবি

পাঁচ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন এ আদেশ দেন।

এদিন আসামির বিরুদ্ধে রাজধানীর পৃথক তিন থানার আট মামলার জামিনের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে পাঁচ মামলায় জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া মামলাগুলোর মধ্যে রমনা মডেল থানার তিনটি এবং বাড্ডা ও পল্টন থানার একটি করে মামলা। এ ছাড়া পল্টন থানার বাকি তিন মামলার নথি প্রাপ্তিসাপেক্ষে পরে জামিন শুনানি হবে।

বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা একটি ও নাশকতার অভিযোগে পল্টন থানার একটি মামলা রয়েছে। তাই মুক্তি পেতে হলে তাকে আজকের তিনটিসহ এ পাঁচটি মামলায় জামিন পেতে হবে।

এর আগে, গত বছরের ৫ নভেম্বর দিনগত রাত ১২টার দিকে শামসুজ্জামান দুদুকে তার বড় বোনের বাসা থেকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। পরদিন প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশের ওপর হামলা এবং পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় তাকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।

রিমান্ড শেষে গত ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা চেয়ারম্যান হলেন বিএনপির যেসব বহিষ্কৃত নেতা 
সোহেল চৌধুরী হত্যা মামলার রায়কে ঘিরে আদালতে কড়া নিরাপত্তা
মিল্টনের রিমান্ড শেষ, পাঠানো হবে আদালতে
ভোটে দাঁড়িয়ে বিএনপি থেকে বহিষ্কৃত দুই নেতার জয়
X
Fresh