• ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
logo

একদিন ‘ম্যানেজ’ হলেই মিলবে টানা ৪ দিনের ছুটি

আরটিভি নিউজ

  ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৫
চাকরি
ছবি : সংগৃহীত

ফেব্রুয়ারি মাসের শেষের দিকে টানা চার দিনের ছুটি ভোগ করার সুযোগ আসছে সরকারি চাকরিজীবীদের জন্য। এজন্য তাদের মাঝের একদিনের ছুটি ম্যানেজ করতে হবে। আগামী ২৫ ফেব্রুয়ারি রোববারের ছুটি কোনোভাবে ম্যানেজ করতে পারলেই টানা চার দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। অথবা ২২ ফেব্রুয়ারির ছুটি ম্যানেজ করলেও একই সুযোগ মিলবে।

ক্যালেন্ডার বিশ্লেষণ করে দেখা যায়, ২১ ফেব্রুয়ারি বুধবার সরকারি ছুটি পড়েছে। একদিন পর ২৩ ও ২৪ ফেব্রুয়ারি শুক্রবার শনিবার হওয়ায় এই দুইদিন সাপ্তাহিক ছুটি। কোনো সরকারি চাকরিজীবিদের ২২ ফেব্রুয়ারির (বৃহস্পতিবার) ছুটি নিতে পারলে তিনি টানা চারদিন ছুটি ভোগ করতে পারবেন।

অথবা ২৩ ও ২৪ ফেব্রুয়ারি শুক্রবার, শনিবার হওয়ায় এই দুইদিন সাপ্তাহিক ছুটি। একদিন পর ২৬ তারিখ শবে বরাতের সরকারি ছুটি। মাঝের ২৫ ফেব্রুয়ারি (রোবিবার) সরকারি অফিস আদালত খোলা রয়েছে। এই একদিনের ছুটিও কোনোভাবে ‘ম্যানেজ’ করতে পারলেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চারদিনের ছুটি ভোগ করতে পারবেন।

উল্লেখ্য, রোবিবার (১১ ফেব্রুয়ারি) শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। শবে বরাতের পরদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবারের শবে বরাতের ছুটি পড়েছে ২৬ ফেব্রুয়ারি (সোমবার)।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাপ্তাহিক ছুটিতে কুয়াকাটা সৈকতে পর্যটকের আগমনে খুশি ব্যবসায়ীরা
১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল চায় হেফাজতে ইসলাম
হাবিপ্রবিতে সাপ্তাহিক ছুটির দিনে পদত্যাগের হিড়িক
বুধ-বৃহস্পতিবার অফিস খোলা নিয়ে যা জানা গেল