• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

ঘন কুয়াশা : হায়দারাবাদ ও কলকাতায় নামল ঢাকার ৪ ফ্লাইট

আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২৪, ১০:০৫
ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল বিমানবন্দরগামী আন্তর্জাতিক চারটি ফ্লাইট ভারতের হায়দারাবাদ ও কলকাতায় অবতরণ করেছে। এ ছাড়া শিডিউল বিপর্যয় ঘটছে ১০টি ফ্লাইটের।

বুধবার (১৭ জানুয়ারি) রিয়াদ থেকে আসা সাউদিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইটের রাত ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে নামতে না পেরে সেটি অবতরণ করে ভারতের হায়দারাবাদে। আন্তর্জাতিক ফ্লাইটরাডার পোর্টাল থেকে এসব তথ্য পাওয়া গেছে।

একই কারণে রাত ৪টার পর দুবাই, মাসকাট ও কুয়ালালামপুর থেকে আসা আরও তিনটি ফ্লাইট অবতরণ করে ভারতের কলকাতার নেতাজি সুভাস চন্দ্র বিমানবন্দরে।

এদিকে শাহজালাল বিমানবন্দরগামী ১০টির বেশি আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে। বিভিন্ন এয়ারলাইনসের কুয়ালালামপুর, গুয়াংজু, দুবাই, শারজাহ, দোহা, সিঙ্গাপুর, ব্যাংকক, মাসকাট ও কুয়েত সিটি থেকে আসাএসব ফ্লাইট ১ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত দেরিতে অবতরণ করছে।

তবে শাহজালাল বিমানবন্দর থেকে স্বাভাবিকভাবেই সব ফ্লাইট ছেড়ে গেছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় নিয়োগ, লাগবে এসএসসি পাস
ঈদের আগে ট্রেনের শিডিউল বিপর্যয়
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, নেবে একাধিক জন
শিডিউল বিপর্যয়ের ঝুঁকিতে মেট্রোরেল
X
Fresh