• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

মন্ত্রী পাচ্ছে না সবচেয়ে ‘গরিব বিভাগ’

আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২৪, ১৫:২১
ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার শপথগ্রহণ আজ ১১ জানুয়ারি সন্ধ্যা ৭টায়। ৩৭ সদস্যের মন্ত্রিসভায় এবার ১৭ জন নতুন মুখ। প্রাচ্যের ভেনিসখ্যাত বরিশাল বিভাগ থেকে এবার কেউ পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন না। তবে বরিশাল বিভাগ থেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন মো. মহিববুর রহমান (পটুয়াখালী-৪) ও জাহিদ ফারুক (বরিশাল-৫)। পূর্ণমন্ত্রীর দিক থেকে সবচেয়ে এগিয়ে ঢাকা বিভাগ। ঢাকা বিভাগ এবার ১৭ জন পূর্ণ মন্ত্রী পাচ্ছে। তার পরের অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম পাচ্ছে এবার ৯ জন পূর্ণ মন্ত্রী।

দেখে নেওয়া যাক কোন বিভাগ থেকে কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী

ঢাকা বিভাগ
মন্ত্রী : আ, ক, ম. মোজাম্মেল হক। (গাজীপুর-১), নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪), আসাদুজ্জামান খান (ঢাকা-১২), মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), মো. আব্দুর রহমান (ফরিদপুর-১), মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩), নাজমুল হাসান পাপন (কিশোরগঞ্জ-৬)।
প্রতিমন্ত্রী: সিমিন হোমেন রিমি (গাজীপুর-৪), নসরুল হামিদ (ঢাকা-৩), মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭), রুমানা আলী (গাজীপুর-৩) ও আহসানুল ইসলাম টিটু (টাঙ্গাইল-৬)।

চট্টগ্রাম বিভাগ
মন্ত্রী: ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯), আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪), মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯) ।

প্রতিমন্ত্রী: কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি),

খুলনা বিভাগ
মন্ত্রী: নারায়ন চন্দ্র চন্দ (খুলনা-৫ ও ফরহাদ হোসেন (মেহেরপুর-১)।

ময়মনসিংহ বিভাগ
মন্ত্রী: আব্দুস সালাম (ময়মনসিংহ-৯৮৮) ও মো. ফরিদুল হক খান (জামালপুর-২),

বরিশাল বিভাগ
প্রতিমন্ত্রী: মো. মহিববুর রহমান (পটুয়াখালী-৪) ও জাহিদ ফারুক (বরিশাল-৫)।

সিলেট বিভাগ
মন্ত্রী: মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪)

প্রতিমন্ত্রী: শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২)

রাজশাহী বিভাগ
মন্ত্রী: সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১)
প্রতিমন্ত্রী: জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩)

রংপুর বিভাগ
মন্ত্রী: আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪)
প্রতিমন্ত্রী: খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২)

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারের উন্নয়ন দেখে মির্জা ফখরুলদের মাথা খারাপ: আইনমন্ত্রী
যারা একবেলা ভাত খেতে পারতো না, তারা এখন চারবেলা খায়: প্রধানমন্ত্রী
বাংলাদেশের গণতন্ত্র শেখ হাসিনার হাতেই সুরক্ষিত: খাদ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন জাওয়াদের মা
X
Fresh