• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

কমনওয়েলথ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে যা বলল আ.লীগ

আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২৪, ১১:৩৩
ছবি : আরটিভি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমনওয়েলথের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। বৈঠকে ৭ জানুয়ারির নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আওয়ামী লীগের প্রতিনিধিরা।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে দুই পক্ষের মধ্যে বৈঠক হয়।

জানা গেছে, সকাল ৮টার কিছুক্ষণ পরই হোটেলে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠকে ১৫ সদস্যের কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেট ব্রুস গোল্ডিং। অন্যদিকে ১০ সদস্যের আওয়ামী লীগ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির চেয়ারম্যান সাবেক অ্যাম্বাসেডর জমির উদ্দিন, দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান ও দলের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত উপস্থিত রয়েছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে বৈঠক করেন সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সফররত কমনওয়েলথ পর্যবেক্ষক দলের ১০ সদস্যের প্রতিনিধিরা।

আগামী ৭ জানুয়ারির অনুষ্ঠিতব্য নির্বাচন দেখতে দুই শতাধিক বিদেশি পর্যবেক্ষক থাকছেন। পাশাপাশি দেশি ২০ হাজার ৭৭৩ পর্যবেক্ষককেও অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদের মধ্যে কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি সংস্থার ২০ হাজার ২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবেন।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ.লীগ কখনো কারও দয়ায় ক্ষমতায় আসেনি: নানক
নির্বাচনী সহিংসতা, ইউনিয়ন আ.লীগের সভাপতিকে পিটিয়ে জখম
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাপানের ভাইস মিনিস্টারের বৈঠক
আ.লীগের কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত দেশের মানুষ: ফখরুল
X
Fresh