• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

উড়ার পরই খুলে পড়লো বাংলাদেশ বিমানের চাকা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ অক্টোবর ২০১৭, ১২:১৪

সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড়াল দেওয়ার সময় রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটের চাকা খুলে যাবার ঘটনা ঘটেছে।

এজন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট উঠা নামা বন্ধ করে সকাল ১০টা ৪৫ মিনিটে নিরাপদে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়।

এর আগে সকাল সাড়ে নয়টায় ৬৬ জন যাত্রী নিয়ে বিমানটি ঢাকার উদ্দেশে রওয়ানা হয়।আর সেসময়ই রানওয়েতে একটি চাকা খুলে যায়।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করে জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৯৪ ফ্লাইটটিতে পাইলটসহ ৭১ জন যাত্রী ছিলেন। বিমানটি নিরাপদে অবতরণ করেছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা অনুসন্ধান শেষে বিস্তারিত জানা যাবে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, এতে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ফ্লাইটটিতে থাকা বিমানযাত্রীরা।

এমসি/এসআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিগগিরই শুরু হচ্ছে উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল
বিদেশি এয়ারলাইন্সগুলো বাংলাদেশে বিমান ভাড়া বাড়িয়েই চলেছে
রাফাহতে ভয়াবহ হামলা চালাল ইসরায়েল, ২১ ফিলিস্তিনি নিহত
সুন্দরবনে অগ্নিনির্বাপণ কাজে বিমানবাহিনীর অংশগ্রহণ
X
Fresh