• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

‘শুক্রবার অস্ট্রেলিয়া যাচ্ছেন প্রধান বিচারপতি’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ অক্টোবর ২০১৭, ১৯:৫৫

অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা ও ইংল্যান্ডে যেতে চান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা। এই উদ্দেশ্যে তিনি শুক্রবার দেশ ছাড়বেন এবং আগামী ১০ নভেম্বর দেশে ফিরে আসবেন বলে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার হোটেল সোনারগাঁওয়ে লেজিসলেটিভ ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

আনিসুল হক বলেন, প্রধান বিচারপতি তার চিটিতে যা চেয়েছেন, তাই আমাদের সামারি বা প্রজ্ঞাপনে প্রতিস্থাপন করা হয়েছে। তিনি আগে ১ নভেম্বর পর্যন্ত ছুটি নিয়েছিলেন, তা বাড়িয়ে ১০ নভেম্বর করেছেন।

বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির বিদেশে যাওয়ার ব্যাপারে প্রজ্ঞাপন জারি করে আইন, সংসদ ও বিচারবিষয়ক মন্ত্রণালয়।

এর আগে বুধবার সন্ধ্যায় আইনমন্ত্রী জানান, প্রধান বিচারপতির করা বিদেশ যাওয়ার আবেদনপত্রে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আগামী ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের বাইরে অবস্থানের অনুমতি চেয়ে মঙ্গলবার একটি চিঠি দেন প্রধান বিচারপতি।

এর আগে গেলো ২ অক্টোবর এক মাসের ছুটির আবেদন করেন প্রধান বিচারপতি। ছুটির কারণ হিসেবে তিনি ‘অসুস্থতা’র কথা উল্লেখ করেন। গত ১০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্তও তিনি দেশের বাইরে ছুটিতে ছিলেন। ২৩ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৌলভীবাজারে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি
‘বাংলাদেশের কোনো ভাষাকেই হারিয়ে যেতে দেওয়া যাবে না’
‘শ্রমিক অধিকার লঙ্ঘনের শাস্তি বাড়ছে’
‘আইনগত সহায়তা পাওয়া দরিদ্র নাগরিকের অধিকার’
X
Fresh