• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গাদের জন্য ৯৮ টন ত্রাণ পাঠিয়েছে যুক্তরাজ্য

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৫

রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের পাঠানো ৯৮ টন ত্রাণ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

যুক্তরাজ্যের আন্তর্জাতিক ত্রাণ বিভাগের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশনের (ওঙগ) মাধ্যমে এসব ত্রাণ হস্তান্তর করা হয়।

বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান (শিক্ষা ও আইসিটি)।

এমিরাটসের একটি ফ্লাইটে করে আসা ত্রাণের মধ্যে রয়েছে ৪ হাজার ২৬১ পিস তাবু।

এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ডিএআইডি'র লজিস্টিকস অফিসার মার্ক কুইন, চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান (শিক্ষা ও আইসিটি) এবং আইওএম'র চট্টগ্রাম শাখার এডমিন ও ফিন্যান্স অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান খান।

গেল ২৫ আগস্ট রাখাইনে সহিংসতার পর মিয়ানমার সরকারি বাহিনীর নিধনযজ্ঞ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে কয়েক লাখ রোহিঙ্গা।

এই নিপীড়ন বন্ধ করে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকে কাজের অনুমতি দিতে সু চিকে বার বার আন্তর্জাতিক আহ্বান জানানো হলেও অবস্থার খুব একটা উন্নতি হয়নি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বব্যাপী ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ
মিয়ানমারের বিরুদ্ধে মামলা দ্রুত নিরসনে আশাবাদী গাম্বিয়া
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা
‘গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ’
X
Fresh