• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গাদের বিরুদ্ধে এক হওয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০১

মিয়ানমারের রোহিঙ্গাদের কোনো শেকড় নেই উল্লেখ করে জনগণকে এ ইস্যুতে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন দেশটির সেনাপ্রধান।

রোববার চ্যানেল নিউজ এশিয়ার অনলাইনে জেনারেল মিন অং হায়াংয়ের বরাতে বলা হয়, যারা গত ২৫ আগস্ট পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছিল তাদের নির্মূল অভিযানের লক্ষ্যে উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা জঙ্গিদের বের করে দেয়া হয়।

মিন অংতার সরকারি ফেসবুক পেজে এসব কথা বলেন।

তিনি বলেন, তারা রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি চাচ্ছে। কিন্তু তারা কখনই মিয়ানমারের জাতিগত গ্রুপ নয়। আর আমাদের এই সত্য প্রতিষ্ঠায় এক হওয়া উচিত।

তবে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রোববার বলেছেন, চলমান রোহিঙ্গা সংকট সমাধানে দেশটির সেনাবাহিনীর ওপর অং সান সু চির হস্তক্ষেপ করার এটাই শেষ সুযোগ।

বিবিসিকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, সূচি গুরুত্বপূর্ণ ভূমিকা না রাখা পর্যন্ত সংকটময় এই পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে।

মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি। জাতিসংঘ মহাসচিব আশা প্রকাশ করেন, এই ভাষণেই রোহিঙ্গা সংকট সমাধানের ঘোষণা দেবেন সু চি।

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, লুণ্ঠন, জ্বালাও পোড়াওয়ের কারণে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম নিজের ভিটে মাটি ছেড়ে বাংলাদেশে পাড়ি জমাচ্ছে।

এ পর্যন্ত চার লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ প্রেক্ষাপটে জাতিসংঘ নেতারা একে জাতিগত নিধন হিসেবে বর্ণনা করেছে।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমারে সেনা ট্রেনিং নিয়ে ফেরা ২ রোহিঙ্গা গুলিসহ গ্রেপ্তার
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ২৮৮ সেনা-বিজিপি সদস্যের প্রত্যাবাসন
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি
X
Fresh