• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

জাপানি দুই শিশু কার জিম্মায় থাকবে, জানা যাবে আজ

আরটিভি  নিউজ

  ২৯ জানুয়ারি ২০২৩, ০৮:৩৪
জাপানি দুই শিশু কার জিম্মায় থাকবে, জানা যাবে আজ
ফাইল ছবি

জাপানে জন্ম নেওয়া দুই শিশুর বাবা ইমরান শরিফ নাকি মা নাকানো এরিকোর কাছে থাকবে, সে বিষয়ে আজ রায় ঘোষণা করবেন আদালত।

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে ঢাকার অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান রায় ঘোষণা করবেন।

নাকানো এরিকোর আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ বিষয় নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২২ জানুয়ারি দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০০৮ সালে বিয়ে করেন ডা. এরিকো ও বাংলাদেশি আমেরিকান নাগরিক শরীফ ইমরান। বিয়ের পর তারা টোকিওতে বসবাস শুরু করেন। তাদের তিন কন্যাসন্তান রয়েছে। কিন্তু ২০২১ সালের শুরুতে ইমরানের সঙ্গে এরিকোর বিচ্ছেদ হয়। পরে ইমরান দুই কন্যাকে নিয়ে অন্য বাসায় চলে গেলে সন্তানদের জিম্মায় নিতে এরিকো টোকিওর আদালতে মামলা করেন।

এসবের মধ্যেই ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি দুই মেয়েকে নিয়ে দুবাই হয়ে বাংলাদেশে চলে আসেন ইমরান। এর কিছুদিন পর এরিকোর অনুকূলে আদেশ দেন টোকিওর আদালত। পরে ১৮ জুলাই এরিকো শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে আসেন। পরে তিনি হাইকোর্টে রিট করেন।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার প্রতিবেদন ফের পেছাল
জয়পুরহাটে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
বিএনপি নেতা আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আদালত
কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারককে যা বললেন মিল্টন সমাদ্দার
X
Fresh