• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

ঈদের আগেই সচল হবে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ (লাইভ)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ আগস্ট ২০১৭, ১২:৪৫

কমলাপুর রেলস্টেশনে ৩০ আগস্টের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল ঠিক ৮টা থেকে টিকিট দেয়া শুরু হয় এবং বিকেল ৪টা পর্যন্ত এ প্রক্রিয়া চলবে।

এজন্য রাত থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন টিকিট প্রত্যাশীরা। এখন পর্যন্ত তারা টিকিট সংগ্রহ করছেন।

কমলাপুর রেলস্টেশন মাস্টার জানান, ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ এখনো সচল হয়নি। তবে ঈদের আগেই এসব অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সচল হবে বলে

তিনি জানান, জানান।এবার এসি টিকিটগুলোর চাহিদা সবচে’বেশি। আর তাই সকাল থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এসব টিকিট বিক্রিও হয়ে যায় খুব তাড়াতাড়ি।

আজকে প্রায় ২০ হাজার টিকিট এখান থেকে দেয়া হবে। সকাল থেকে সুশৃঙ্খলভাবেই টিকিট দেয়ার কাজ চলছে।

এবার টিকিট সংগ্রহে নারী ও পুরুষদের জন্য আলাদা লাইন এবং বিভিন্ন জেলার জন্যও আলাদা লাইন করা হয়েছে।

তবে টিকিট প্রত্যাশীরা যাতে সুষ্ঠুভাবে টিকিট সংগ্রহ করতে পারে সেজন্য রেলওয়ে কর্তৃপক্ষের পাশাপাশি রয়েছে পুলিশ ও র‌্যাবের টহল বাহিনী।

আরকে/সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh