• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

তাপমাত্রা কিছুটা বৃদ্ধির পর আসবে শৈত্যপ্রবাহ

আরটিভি নিউজ

  ২২ ডিসেম্বর ২০২২, ১৭:৫৭
তাপমাত্রা কিছুটা বৃদ্ধির পর আসবে শৈত্যপ্রবাহ
ফাইল ছবি

সারাদেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধির পর শৈত্যপ্রবাহ আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ সাংবাদিকদের জানিয়েছেন, সারাদেশে আগামী পরশুদিন থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে, তারপরই শুরু হবে শৈত্যপ্রবাহ। আমরা ধারণা করছি, আগামী ২৭ ডিসেম্বর থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

তিনি বলেন, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং তার পাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলেও আমাদের দেশে এর প্রভাব পড়বে না। আগামীকালও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে আগামী পরশুদিন (২৪ ডিসেম্বর) থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে।

মো. বজলুর রশিদ বলেন, নিম্নচাপের প্রভাব শ্রীলঙ্কার দিকে পড়তে পারে। তবে স্বাভাবিক ঋতুচক্র অনুযায়ী আগামী ২৭ ডিসেম্বর থেকে শৈত্যপ্রবাহ শুরুর সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হতে পারে যে ৬ জেলায়
রাতের মধ্যে বৃষ্টি হতে পারে যেসব এলাকায়
৪২.৬ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা
৪৩ বছরের মধ্যে সবচেয়ে কম কালবৈশাখীর রেকর্ড
X
Fresh