• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে মাঠ পর্যায়ে তদন্ত কমিটি

আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২২, ০২:৩৯
মাঠ পর্যায়
ছবি : সংগৃহীত

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে পিজিসিবি গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

বুধবার (৫ অক্টোবর) থেকেই তদন্ত কমিটির সদস্যরা কাজে নেমেছেন এবং বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে বিভিন্ন এলাকার বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এর (পিজিসিবি) নির্বাহী পরিচালক ইয়াকুব এলাহী চৌধুরীকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিতে ছয় সদস্যের সঙ্গে বুয়েটের একজন প্রতিনিধিকেও যুক্ত করা হয়েছে।

এ বিষয়ে ইয়াকুব এলাহী বলেন, গতকাল প্রত্যেকটি পাওয়ার প্লান্টেই কিছু না কিছু ঘটেছে। বিদ্যুৎ কেন্দ্রগুলো ঘুরে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করছি। এগুলো পর্যালোচনা করা হবে।

জাতীয় গ্রিড বিপর্যয়ের কারণ কী ছিল- প্রশ্নে তিনি বলেন, এখনই স্পষ্ট কিছু বলা যাবে না। সব বিষয়ে তদন্ত চলছে।

এই কমিটিতে রয়েছেন, পিজিসিবির কারিগরি পরামর্শক শামসুজ্জোহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুলতান আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফয়জুল বারী, নির্বাহী প্রকৌশলী সুমন কবির। পিজিসিবির বাইরে পিডিবির একজন ও বুয়েটের একজন প্রতিনিধি রয়েছেন।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
ঢাবির সুইমিং পুলে ছাত্রের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
ইবিতে বিবস্ত্র করে র‌্যাগিংয়ের ঘটনায় সত্যতা পেয়েছে তদন্ত কমিটি
ফরিদপুরের দুর্ঘটনার কারণ জানাল তদন্ত কমিটি
X
Fresh