• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

পদ্মা সেতুর খরচ উঠতে যত বছর লাগবে 

আরটিভি নিউজ

  ২৭ জুন ২০২২, ১৭:৫৪
পদ্মা, সেতুর, খরচ, উঠতে, যত, বছর, লাগবে,  
ফাইল ছবি

দেশের সবচেয়ে ব্যয়বহুল পদ্মা সেতুর খরচ উঠে আসতে ৩৫ বছর সময় লাগবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৭ জুন) জাতীয় সংসদ অধিবেশনে সংরক্ষিত আসনের সংসদ সদস্য খ. মমতা হেনা লাভলীর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, গত ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতু চালুর পর বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আদায়কৃত টোল দিয়ে সরকারকে ৩৫ বছরে ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে সমুদয় ঋণ পরিশোধ করবে।

সে হিসাবে ২০৫৭ সালের মধ্যে সেতুতে ব্যয় হওয়া অর্থ উঠে আসবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৫ জুন সকাল ১০টায় পদ্মার মাওয়া প্রান্তে টোল পরিশোধ শেষে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। উদ্বোধন শেষে জাজিরা প্রান্তে পৌঁছে সেতু ও ম্যুরাল-২-এর উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মা সেতুতে ১৫০০ কোটি টাকা টোল আদায়ের মাইলফলক
‘জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে, তা পরিষ্কার করতে হবে’
বিএনপি দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য : ওবায়দুল কাদের
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
X
Fresh