• ঢাকা রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
logo

পদ্মা সেতু উদ্বোধন : পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন ড. ইউনূস

আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২২, ২১:৩২
পদ্মা সেতুর উদ্বোধন  পরিবারের সঙ্গে কথা বলে ড. ইউনূসের সিদ্ধান্ত
ফাইল ছবি

আগামী শনিবার (২৫ জুন) উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত পদ্মা সেতু। সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির সাত নেতাসহ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ ইউনূসকেও আমন্ত্রণ জানিয়েছে সরকার। বিএনপি সেই আমন্ত্রণপত্র গ্রহণ না করলেও ড. ইউনূস গ্রহণ করেছেন বলে জানা গেছে। তবে অনুষ্ঠানে যাবেন কি না, সে বিষয়ে পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুন) ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ড. ইউনূস পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। তবে সেখানে তিনি যাবেন কি না, সে বিষয়ে তিনি পরিবারের সঙ্গে কথা বলছেন। এরপর হয়তো সিদ্ধান্তের কথা জানাবেন।

ড. ইউনূস এই মুহূর্তে দেশে আছেন বলেও নিশ্চিত করেন লামিয়া মোর্শেদ।

উল্লেখ্য, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় সাড়ে ৩ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিদেশি কূটনীতিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক রয়েছেন।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডোনাল্ড লু’কে নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি : কাদের
সরকারের জনগণের দরকার নেই : মির্জা ফখরুল
দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি : মির্জা ফখরুল
ডোনাল্ড লু আসার খবরে বিএনপি চাঙা : কাদের
X
Fresh