• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মুকিত মনিরসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৬ আগস্ট

আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২২, ০৯:৩৪
মুকিত মনিরসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৬ আগস্ট
ছবি- সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধ মামলায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার রাজাকার মুকিত মনির ওরফে মুকিত মিয়াসহ ১১ জনের বিরুদ্ধে জবানবন্দি পেশ করেছেন রাষ্ট্রপক্ষের প্রথম ও দ্বিতীয় সাক্ষী।

বুধবার (২২ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও বিচারপতি মো. শাহীনুর ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চে এ জবানবন্দি নেওয়া হয়। পরে ট্রাইব্যুনাল আগামী ১৬ আগস্ট এই মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

এ দিন দুই বীরাঙ্গনা ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। তারা হলেন- শাল্লার দৌলতপুরের দাউদপুর গ্রামের জামিলা এবং দিরাই উপজেলার পেরুড়া বক্তারপুর গ্রামের কুলসুম বিবি।

জবানবন্দি শেষে সাক্ষীদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম শাহীন।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ ৪ মার্চ
X
Fresh