• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

আফগানিস্তানকে এক কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ

আরটিভি নিউজ

  ২২ মে ২০২২, ২১:১৩
আফগানিস্তানকে, এক, কোটি, টাকা, সহায়তা, দিচ্ছে, বাংলাদেশ,
ফাইল ছবি

তীব্র খাদ্য ও অন্যান্য সংকটের পরিপ্রেক্ষিতে আফগানিস্তানকে নগদ এক কোটি টাকা মানবিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ।

রোববার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন বাংলাদেশ সরকারের পক্ষে জাতিসংঘের অঙ্গ সংস্থা অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউমেনিটারিয়ান অ্যাফেয়ার্স (ইউএনওসিএইচএ)-এর তহবিলে এই টাকা দেওয়া হবে। এ অর্থ আফগানিস্তানের সংকটাপন্ন সাধারণ জনগণের জন্য ব্যয় করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ও জরুরি নির্দেশনায় এই সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, এ অনুদান প্রধানমন্ত্রী কর্তৃক অনুসৃত আঞ্চলিক ভ্রাতৃত্ববোধ, দক্ষিণ এশিয়ার সমন্বিত উন্নয়ন এবং সবার প্রতি সহযোগিতার নীতির বাস্তব প্রতিফলন। সরকারের পক্ষ থেকে উক্ত অনুদান দেওয়ার ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমিতির সদস্যপদ ফিরে পেয়ে যা বললেন জায়েদ খান
বড় নিয়োগ দেবে বিডা, নেবে ৮৫ জন
‘বাংলাদেশিদের দেখভালে উজবেকিস্তান থেকে রাষ্ট্রদূত যাচ্ছেন বিশকেকে’
সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ছুঁয়েছেন যেসব বাংলাদেশি
X
Fresh