• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

ফাল্গুনীকে মারধরের মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য 

আরটিভি নিউজ

  ০৯ মে ২০২২, ১৩:৫৭

ছাত্রলীগের সাবেক নেত্রী ফাল্গুনী দাস তন্বীকে মারধরের ঘটনায় করা মামলায় সংগঠনের পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীর শুনানির জন্য ৭ জুন দিন ধার্য করেছেন।

ফাল্গুনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদের সাবেক এজিএস ও হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি ২০২১ সালের ২৪ জানুয়ারি মারধরের অভিযোগ এনে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে পিবিআই পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয়।

আসামিরা হলেন-কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি, সহসভাপতি জিয়াসমিন শান্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহজালাল, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মো. এনামুল হক ও ঢাবির জাতির পিতা বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক উপসম্পাদক শেখ তানসেন।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির মাদক মামলার সাক্ষ্যগ্রহণ ১ জুলাই
চোর সন্দেহে মারধরের পর ছাদ থেকে ধাক্কা, অতঃপর...
হাতকড়া খুলে পালাল হত্যা মামলার আসামি
রাজধানীতে গ্রেপ্তার ৩৯
X
Fresh