আরটিভি নিউজ
আপডেট : ১০ মে ২০২২, ১৩:০০
ফাল্গুনীকে মারধরের মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য

ছাত্রলীগের সাবেক নেত্রী ফাল্গুনী দাস তন্বীকে মারধরের ঘটনায় করা মামলায় সংগঠনের পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীর শুনানির জন্য ৭ জুন দিন ধার্য করেছেন।
ফাল্গুনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদের সাবেক এজিএস ও হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি ২০২১ সালের ২৪ জানুয়ারি মারধরের অভিযোগ এনে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে পিবিআই পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয়।
আসামিরা হলেন-কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি, সহসভাপতি জিয়াসমিন শান্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহজালাল, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মো. এনামুল হক ও ঢাবির জাতির পিতা বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক উপসম্পাদক শেখ তানসেন।
মন্তব্য করুন