• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে বিভ্রান্ত করা হচ্ছে

অনলাইন ডেস্ক
  ২৭ আগস্ট ২০১৬, ১৬:৪৪

রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে একটি মহল মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, দেশের উন্নয়নবিরোধী একটি মহল মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য দিচ্ছে।

শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, রামপাল নিয়ে বিএনপি নেত্রী সম্মেলন করে এই অপপ্রচারে সংহতি প্রকাশ করেছেন। তিনি (খালেদা জিয়া) যখন সমালোচনা করেন তখন আমার মনে হয় মায়ের চেয়ে মাসীর দরদ বেশি।

শেখ হাসিনা বলেন, রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন হলে পশুর নদীর নাব্যতা বৃদ্ধি পাবে, মংলা বন্দরও লাভবান হবে। পশুর নদীর পানি শোধন করে লবনমুক্ত করা হবে।

তিনি বলেন, বিশ্ব ঐতিহ্যের ইউনেস্কো ঘোষিত অংশ থেকে ৬৫ কিলোমিটারের বেশি দূরে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। ১৯৯৭ সালে আমাদের সময়ে সুন্দরবনকে স্বীকৃতি দেয় ইউনেস্কো।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh