• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

জাতীয় ঈদগাহে প্রথম জামাত সকাল সাড়ে ৮টায়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জুন ২০১৭, ১৩:১৪

জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের প্রথম জামাত হবে সকাল সাড়ে ৮টায়। তবে বৃষ্টি হলে এ জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকারমে সকাল ৯টায়।

রোববার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক শেষে এ তথ্য জানালেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

২৮ মে থেকে রোজা রাখছেন দেশের ধর্মপ্রাণ মুসলমান। চাঁদ দেখা সাপেক্ষে আসছে ২৬ বা ২৭ জুন ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের মসজিদগুলোতে প্রতিবারের মতো এবারো পড়া হচ্ছে খতমে তারাবি। এক্ষেত্রে দেশের সব মসজিদে বায়তুল মোকাররমের পদ্ধতি অনুসরণের আহ্বান জানিয়েছে ইসলামি ফাউন্ডেশন। প্রথম রমজানে তারাবি শুরু হয়ে ২৭ রমজান লাইলাতুল কদরে সব মসজিদে শেষ হবে খতমে তারাবি। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদের ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সবাইকে তা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

এমসি/সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় ঈদগাহে ফিলিস্তিনি‌দের জন্য দোয়া
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করবেন যত মুসল্লি
X
Fresh