আরটিভি নিউজ
১৬ জানুয়ারি ২০২২, ১৬:১৬
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৬:৪৩
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৬:৪৩
নববর্ষে আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টে রিট

ফাইল ছবি
নববর্ষে আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন মিজানুর রহমান নামে এক আইনজীবী।
রোববার (১৬ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন তিনি।
আদালত সূত্রে জানা গেছে, রিটে শহর এলাকায় নববর্ষসহ যেকোনো উৎসবে ফানুস ওড়ানো নিষিদ্ধ চাওয়া হয়েছে। একই সঙ্গে থার্টিফার্স্ট নাইটে আতশবাজির শব্দে হার্ট অ্যাটাক করে মারা যাওয়া শিশু উমায়েরের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও চেয়েছেন আইনজীবী মিজানুর রহমান।
এনএইচ/টিআই
মন্তব্য করুন