• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

সব বিভাগে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আরটিভি নিউজ

  ০৭ ডিসেম্বর ২০২১, ১৫:১২
সব বিভাগে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

দেশের সব বিভাগে পর্যায়ক্রমে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) একনেকের বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে খাস বা পতিত জমি ব্যবহার করার নির্দেশনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যুবসমাজ যেন ক্রীড়ার সঙ্গে যুক্ত হয়, জঙ্গিবাদ বা খারাপ কোনো দিকে না যায়।

এ সময় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজের মান ঠিক রাখা এবং এতে যে টাকা খরচ হয় তা সঠিক কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।

বৈঠক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের নাম মেঘনা ও ফরিদপুর সিটি করপোরেশনের নাম পদ্মা নদীর নামে করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া প্রধানমন্ত্রী সংশোধিত প্রকল্পের ক্ষেত্রে এর কারণ ও নতুন কাজ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার কথা বলেছেন।

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
মন্ত্রী-এমপিদের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী
বাসায় ফিরলেন খালেদা জিয়া
X
Fresh