Mir cement
logo
  • ঢাকা সোমবার, ১৭ জানুয়ারি ২০২২, ৩ মাঘ ১৪২৮

আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২১, ১৬:৩৬
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৮:২২
discover

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু
করোনাভাইরাস পরীক্ষা (ফাইল ছবি)

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৩ জন মারা গেছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৭৮ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২০৫ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৭৮৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (২৮ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ৩১৭ জন। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৮১১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ২ জন ও চট্টগ্রাম বিভাগের ১ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর আসে।

পি

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS