• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‌‘৮০ শতাংশ বাস মালিক গরিব’

আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২১, ১৯:৩০
‌‘ঢাকায় ৮০ শতাংশ বাস মালিক গরিব’
ফাইল ছবি

পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেছেন, ঢাকায় ৮০ শতাংশ বাস মালিক গরিব। তারা হাফ ভাড়া নিলে সরকার কীভাবে তাদের ক্ষতি পোষাবে আগে সেই সিদ্ধান্ত নিতে হবে।

শনিবার (২৭ নভেম্বর) বিআরটিএ কার্যালয়ে বাস মালিক সমিতি, শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে বিআরটিএর কর্মকর্তাদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

এনায়েত উল্লাহ বলেন, আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নিতে চাই। কিন্তু আগে অনেকগুলো বিষয়ে সমাধান করতে হবে। আমরা কিছু প্রস্তাব দিয়েছি সেগুলোর সমাধানের মাধ্যমে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

তিনি বলেন, বাসে উঠে সবাই বলবে আমরা ছাত্র। অনেকে এ সুবিধা নেওয়ার জন্য নতুন করে আইডি কার্ড বানিয়ে নেবে। সরকার এটার সমাধান কীভাবে করবে সেটাও দেখতে হবে।

আরএ/এসকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হল না ছাড়ার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের, অবরুদ্ধ উপাচার্য
তীব্র গরমের জন্য দায়ী সরকার : মির্জা আব্বাস
আন্দোলনের জেরে চুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
চতুর্থ দিনেও উত্তাল চুয়েট, সড়ক অবরোধ
X
Fresh