• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

ভাড়া নিয়ে জটিলতা কাটছেই না

আরটিভি নিউজ

  ১৯ নভেম্বর ২০২১, ১২:১৬
ভাড়া নিয়ে জটিলতা কাটছেই না
ফাইল ছবি

বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়ে গত ৭ নভেম্বর প্রজ্ঞাপন জারি করে সরকার। তারপর থেকেই ভাড়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বাড়তি ভাড়া আদায়ের পাশাপাশি স্টুডেন্টদের হাফ ভাড়া নিয়েও চলছে বাকবিতণ্ডা।

সম্প্রতি ‘হাফ ভাড়া’ দেওয়ায় বেশ কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে বাস থেকে জোর করে নামিয়ে দেওয়া হয়। এরপর হাফ ভাড়া নিশ্চিত করতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, হাফ ভাড়া দিতে চাইলে হেলপারদের খারাপ আচরণের শিকার হতে হয়। নিজেদের আয় না থাকলেও পরিবহনে বাড়তি ভাড়া দিতে হিমশিম অবস্থা তাদের।

বৃহস্পতিবারের (১৮ নভেম্বর) আন্দোলন থেকে শিক্ষার্থীরা জানান, পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে ছাত্রদের হাফ পাস নিশ্চিত করতে হবে। শনিবারের মধ্যে এ বিষয়ে সুরাহা না হলে কঠোর আন্দোলনে যাবেন তারা।

অন্যদিকে পরিবহন শ্রমিকরা বলছেন, দিনশেষে মালিক সবার হিসেবেই ফুল ভাড়ার টাকা নেয়। তাই শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিতে পারেন না তারা। তবে দু-একটি পরিবহনের ক্ষেত্রে এর ব্যতিক্রম রয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাসে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া টাস্কফোর্সের মাধ্যমে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে বাসে অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্ষ্টিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয় আমরা মনিটরিং করছি।

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: মির্জা আব্বাস
সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে: প্রতিমন্ত্রী
সরকার পতনে সবাই আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে: মঈন
‌‘অপতথ্য রোধে সরকার, গণমাধ্যম ও সুশীল সমাজ একসঙ্গে কাজ করতে পারে’
X
Fresh