Mir cement
logo
  • ঢাকা বুধবার, ১৯ জানুয়ারি ২০২২, ৫ মাঘ ১৪২৮

আরটিভি নিউজ

  ১০ নভেম্বর ২০২১, ১৭:১৮
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৭:২৩
discover

বাতিল হতে পারে পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষা

বাতিল হতে পারে পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষা

সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নফাঁসের বিষয়ে তদন্ত করছে বাংলাদেশ ব্যাংক। প্রশ্নফাঁসের বিষয়টি প্রমাণিত হলে প্রিলিমিনারি পরীক্ষা বাতিলের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের এক নির্বাহী পরিচালক।

বুধবার (১০ নভেম্বর) ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য ও কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, প্রশ্নফাঁসের বিষটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বাংলাদেশ ব্যাংক। এটি প্রমাণিত হলে বাতিলের সম্ভাবনা রয়েছে অনুষ্ঠিত ওই পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা।

গত শনিবার (৬ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১ হাজার ৫১১টি পদের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১৬ হাজার ৪২৭ জন।

পরীক্ষা ৪টার সময় শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ১০০টি প্রশ্নের (বাংলা-ইংরেজি-সাধাণজ্ঞান) প্রিন্ট করা সঠিক উত্তর সামাজিক মাধ্যমে পাওয়া গেছে। প্রশ্ন যদি আগেই ফাঁস না হতো তাহলে এত অল্প সময়ের মধ্যে তা সম্ভব হতো না।

এমএন/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS